
আমরা জানি আপনারা মাইক্রোজব সাইট থেকে এসেছেন, আপনাদের জন্য প্রতিটা কাজ সাজিয়ে দেয়া হলো। Proof submit বক্সে OTP বসিয়ে দিলেই কাজ সম্পুর্ন হয়ে যাবে।
ধাপ ১:
কাজটি খুবই সহজ কাজ। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই কাজটি কম্পলিট করে ফেলতে পারবেন। তাই দয়া করে একটু মনোযোগ সহ নিয়ম গুলো পড়ে নিন।
ধাপ ২:
প্রথমেই আপনার ব্রাউজারে (ক্রোম বা অন্যান্য) https://e-sheba.net/otp-task এই লিংকটি কপি করে পেস্ট করুন।
ধাপ ৩:
প্রথমেই আপনি মোবাইল নাম্বার লেখার জন্য একটি ঘর দেখতে পারবেন সেখানে আপনার মোবাইল নাম্বার লিখুন। (উদাহরণ: 01711000000)
ধাপ ৪:
এবার “ওটিপি পাঠান” বাটন টিতে ক্লিক করলে আপনার দেওয়া ফোন নাম্বারে একটি ৪ ডিজিটের ওটিপি যাবে। (ওটিপি না গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন)
ধাপ ৫:
ম্যাসেজের মাধ্যমে পাওয়া আপনার ৪ ডিজিটের কোডটি ওটিপি লেখার ঘরে লিখে “যাচাই করুন” লেখা বাটনে ক্লিক করুন। আপনার ওটিপি সঠিক থাকলে আপনাকে একটি সফল ম্যাসেজ দেখনো হবে।
Prove Need:
ওটিপির মাধ্যমে ভেরিফাই করা মোবাইল নাম্বারটির শেষ ৪ ডিজিট লিখে কাজটি সাবমিট করুন। সুন্দরভাবে কাজটি করার জন্য আপনাকে ধন্যবাদ