টেকনোলজি

কাতার ভিসা চেক করার নিয়ম Qatar Visa Check

কাতার ভিসা চেক করার নিয়ম Qatar Visa Check

এখনো খুব ইজিলি নিজে নিজেই Qatar Visa Check | কাতার ভিসা চেক করে নিতে পারবেন যদি এই ব্লগ পোস্ট টি ফলো করুন। বাংলাদেশ এর প্রাণ ভোমরা প্রবাসী। আর তাই সকল প্রবাসীদের জানাই হাজারো সালাম। আরো পড়ুনঃ বিকাশ থেকে ইসলামি ব্যাংকে টাকা ট্রান্সফার

আপনাদের বুঝার সুবিধার্থে নিচে ধাপে ধাপে  সাজানো হয়েছে। আপনারা শুধু ভালো ভাবে ধাপ গুলা অনুসরণ করবেন।

মাইক্রোজব সাইট থেকে টাকা আয়

  • সর্বপ্রথম আপনি একটি ব্রাউজার ওপেন করুন।
  • সার্চ করুন portal.moi.gov.qa অথবা ক্লিক করুন এখান থেকে।
  • ক্লিক করার পর ভাষা যদি আরবী থাকে তাহলে উপরে দেখতে পাবেন English লেখা ্আসেই ইকনে ক্লিক দিন।
  • এবার এই Inqueries বাটনে ক্লিক করবেন
  • সেইখানে থেকে Visa Enquiry & Printing বাটনটিতে ক্লিক দিন,
  • সর্বশেষে Visa Number ঙ্কিংবা Passport Number টি দিতে হবে,
  • এবং Nationality এর জায়গায় Bangladesh দিয়ে Recapture কোডটি ডান বক্সে বসান,
  • ব্যাস এবার Submit বাটনে ক্লিক দিলেই আপনার ভিসা টি সেখানে দেখতে পারবেন।
  • ভিসাটি আপনি চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন অথবা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।

সহজ পদ্ধতিতে কাতার ভিসা চেক করার নিয়ম

সহজ পদ্ধতিতে কাতার ভিসা চেক করার নিয়ম

এতো কিছু না করে আপনি চাইলে এই লিংকে ক্লিক করুন > Qatar Visa Check

এখন আপনার পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা বাংলাদেশ সিলেক্ট করে নিন এবং রিক্যাপচার কোড টি ডান দিক এর বক্সে লিখে সাবমিট করে ফেলুন এরপর আপনার কাঙ্খিত ফলাফলটি পেয়ে যাবেন।

কাতার ভিসা চেকিং এর ক্ষেত্রে সতর্কতা

আপনি যেকোনো দেশ এর ভিসা চেক করেন না কেনও আপনি অবশ্যই সেফটি অবলম্বন করে নিতে হবে।

  • তারাহুরা করা যাবে না মোটেও কারণ এতে ভুল হতে পারে।
  • পাসপোর্ট নাম্বার এর ক্ষেত্রে অবশ্যই ইংরেজি বর্ণ গুলা লিখে নিতে হবে আপনাকে।
  • রি-ক্যাপচার কোড টিকে ঠিকভাবে রাইট সাইডে ভালো ভাবে লিখতে হবে।
  • আর অবশ্যই দালালদের কাছ থেকে সাবধান এর জন্য অবশ্যই ভিসাটি ভালো ভাবে ট্রান্সলেট করে খেয়াল করে নিতে পারবেন।

আশাকরি আপনারা কাতারের ভিসা চেক করার প্রসেস্টি সম্পর্কে ডিটেইলস জানতে পেরেছেন। এছাড়াও যদি ভিসা চেক করতে না পারেন তাহলে আমাদের মেইল করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।

Show More

Related Articles