টেকনোলজি

উপায় দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

উপায় দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

এখন থেকে উপায় থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিভিন্ন দোকানে বা ব্যাংকে গিয়ে লাইনে না দাড়িয়ে ঘরে বসে উপায় এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। উপায় দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম টি নিয়ে আজকে কথা বলবো। উপায় থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে। শুধু পল্লী বিদ্যুৎ বিলই নয়, উপায় থেকে সব ধরনের বিল পরিশোধ করতে পারবেন।

মাইক্রোজব সাইট থেকে টাকা আয়

উপায়

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর সেবাদান কারী একটি প্রতিষ্ঠান হল উপায়। উপায় বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সকৃত একটি সার্ভিস ব্র্যান্ড। ২০২১ সালের ১৭ মার্চ পর থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিরাপদ এবং সুলভ মূল্যে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে উপায় এর যাত্রা শুরু হয়। উপায় এর মাধ্যমে কম চার্জেও ক্যাশ আউট করা যায়। উপায় সম্পর্কে মুটামুটি ধারণা পেলাম আমরা চলুন এবার দেখে নিবো কিভাবে উপায় এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

ভিডিও দেখতে অপেক্ষা করুন, ছবি লোড হতে সময় লাগবে।

Mahir Asif Pulok Ttipty Rahman



যারা মাহির আসিফ পুলক তৃপ্তি রহমান (Mahir Asef Pulok Tripty Rahman এর ভিডিও দেখতে এসেছেন তারা এখানে (রাজউক ভাইরাল ভিডিও স্ক্রিনশট) ক্লিক করুন। ওই পেইজের একদম নিচে গিয়ে একটি যেকোনো যায়গায় ক্লিক দিবেন বারবার তাহলেই ডাউনলোড হবে।

উপায় দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

উপায় দিয়ে যদি আপনি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে আপনার উপায় অ্যাপটি থাকা লাগবে। এজন্য আপনি আপনার ফোনে উপায় অ্যাপটি ইনস্টল করে রাখবেন। উপায় অ্যাপটি অপেন করবেন। আরেকটি কথা আপনার যদি উপায় অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি উপায় অ্যাকাউন্ট করে নিবেন, অ্যাকাউন্ট না থাকলে আপনি উপায় সেবা গ্রহন করতে পারবেন না।

মাইক্রোজব সাইট থেকে টাকা আয়

উপায় অ্যাপটি অপেন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিচে থাকা ছবির মতো।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

তারপর পে বিল নামে একটি আইকন দেখতে পাবেন, আপনি পে বিল আইকনে প্রেস করবেন।

পে বিল অপশনে আসার পরে আপনি অনেক ধরনের বিল দেখতে পারবেন। কারণ আমি আগেই বলেছি উপায় দিয়ে শুধু বিদ্যুৎ বিলই নয় সব রকমের বিল পরিশোধ করতে পারবেন। তাই এখানে ইলেকক্ট্রিসিটি, গ্যাস, পানি, ইন্টারনেট, ক্রেডিট কার্ড এর বিল দেওয়ার অপশন দেখতে পারবেন। আমরা তো পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবো তাই এখানে ইলেকক্ট্রিসিটি অপশনে প্রেস করবো।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

আমি আপনাদের পোস্টপেইড এর মাধ্যমে বিল পরিশোধ করা দেখিয়ে দিবো তাই আপনি নিচে থাকা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অপশনে প্রেস করবো।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অপশনে প্রেস করার পরে আপনি নিচে থাকা বক্সে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার টি বসিয়ে দিবেন। তারপর ডান পাশে পরবর্তী অপশনে প্রেস করবেন।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

প্রেস করলে নিচে দেখবেন আপনার মোবাইল নাম্বারটি বসাতে বলছে। সেখানে আপনার মোবাইল নাম্বার টি বসিয়ে দিবেন। তারপর পূর্বের নেয় পরবর্তী অপশনে প্রেস করবেন।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

এখানে আপনি কিন্তু একটি নির্দেশনা দেখতে পাচ্ছেন। আপনার বিলটি কিন্তু পেন্ডিং অবস্থায় দেখতে পাচ্ছেন এবং আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার বিল নাম্বার আপনি দেখতে পাবেন। কোন মাসের বিলটি পরিশোধ হচ্ছে বিলের তারিখ দেখতে পারবেন। এর পাশাপাশি ডিউ ডেট অপশনে কত তারিখের মধ্যে আপনি বিলটি পরিশোধ করতে পারবেন সেটিও দেখতে পারবেন। আর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি উপায় থেকে সম্পূর্ণ ফ্রিতে বিলটি পরিশোধ করতে পারবেন। মানে কোন চার্জ ছাড়াই। এরপর আপনার বিল পরিশোধ করার জন্য আপনি নিচে থাকা পে নাউ অপশনে প্রেস করবো।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

পে নাউ অপশনে প্রেস করার পরে আপনাকে আপনার উপায় অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে বলবে, আপনি পিন নাম্বারটি দিয়ে দিবেন।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

পরবর্তী ইন্টারফেসে আপনার সকল ডিটেইলস গুলো দেখাবে। সেগুলো একবার আপনার চেক করে নিবেন। তারপর বিল টি করার জন্য নিচে স্লাইড টু কনফার্ম বাটন টি টেনে ধরে ডান পাশে নিয়ে যাবেন।

বাটন টি টেনে ধরে ডান পাশে নিয়ে যাওয়ার পরেই দেখবেন আপনার বিল টি পেইড হয়ে যাবে। তারপর আপনি বিল পেমেন্ট করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কনর্ফামেশন মেসেজ চলে যাবে, যে আপনার বিলটি সফল হয়েছে।

উপায় দিয়ে পল্লিবিদ্যুত বিল

আরও পড়ুন : কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন

উপায় ইউএসএসডি কোডের পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ

এতোক্ষন আপনাদের উপায় অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা দেখালাম। আপনারা চাইলে অ্যাপ মাধ্যমে না দিয়ে মোবাইলের ইউএসএসডি কোডের মাধ্যমেও দিতে পারেন। এজন্য আপনাকে মোবাইল ফোনের কল অপশনে গিয়ে টাইপ করতে হবে *২৬৮# । চলুন দেখে নেই কিভাবে ইউএসএসডি কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

  • প্রথমে আপনি মোবাইল থেকে টাইপ করবেন *268#
  • তারপর আপনি 5 টাইপ করে Pay Bill অপশনে যাবেন
  • এখন ২ টাইপ করে Electricity postpaid অপশনে যাবেন।
  • এরপর ১ টাইপ করে Palli Bidyut অপশনে যাবেন।
  • আপনার বিদ্যুৎ বিলের কাগজে থাকা যে SMS Number টি আছে সেটি এখন টাইপ করে সেন্ড করে দিবেন।
  • আপনার বিলে কত টাকা বিল Bill Amount হয়েছে, সেই পরিমাণ টা টাইপ করে সেন্ড করবেন।
  • তারপর আপনার উপায় অ্যাকাউন্টের ৪ ডিজিটের Pin Number চাইবে, আপনি আপনার উপায় অ্যাকাউন্টের পিন বসিয়ে সেন্ড করবেন।
  • এখন আপনার সকল তথ্য সঠিক থাকলে আপনাকে এসএম এসর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার বিল টি Bill Payment Successful ।

উপায় দিয়ে মাসে কয়টি বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবো

এটি নিয়ে উপায় থেকে এখনো কোন কিছু বলেনি। তাই আপনারা আনলিমিটেডই বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন। আর কোন চার্জ তো নেই তাই ঘরে বসে বিল দেওয়া টা আমার মনে হয় আপনাদের অনেক সুবিধা দিবে।

তো এই ছিলো আজকের উপায় দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম আর্টিকেল। আশা করছি, আপনারা কিভাবে উপায় এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেটির সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। এরকম তথ্যবহুল প্রতিনিয়ত পেতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের ব্লগ – স্মার্ট টেক বিডি। আল্লাহ হাফেজ।

Show More

Related Articles