ব্যবসাবাণিজ্য

ঘরে বসে বিকাশ পার্সোনাল রিটেইলার একাউন্ট খুলুন

বর্তমানের একটি জনপ্রিয় MFS বা মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে বিকাশ । বর্তমানে বিকাশ ইউজ করেন প্রায় ৫ কোটি মানুষ । আজকে আমি কথা বলবো কিভাবে বিকাশ পার্সোনাল রিটেইলার একাউন্ট খুলতে পারবেন ঘরে বসে খুব সহজে।

ঘরে বসে বিকাশ পার্সোনাল রিটেইলার একাউন্ট খুলুন

আপনি যদি অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ব্যবসা করে থাকেন তাহলে আজকে আজকের আর্টিকেলটি আপনার জন্য কাজে  লাগতে পারে।

গুগল নলেজ প্যানেল তৈরি

বিকাশ রিটেইল একাউন্ট এর কিছু  সুবিধা হলো –

১। রিটেইল একাউন্ট ঘরে বসে অনলাইনেই খোলা যায়।

২। রিটেইল একাউন্ট এর মাধ্যমে অনলাইনেও পেমেন্ট নেয়া যায়, লিংকের সাহায্যে।

৩। ট্রেড লাইসেন্স ছাড়াও রিটেইল একাউন্ট ক্রিয়েট করা যায়।

৪। এক টাকা থেকে শুরু করে পেমেন্ট নেয়া যায় ।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট করতে যা যা লাগবে-

১। আপনার জাতীয় পরিচয় পত্র

২। আপনাদ একটি সিম যা আপনার নামেই হতে হবে

৩। এক কপি পাসপোর্ট সাইজ এর ছবি।

৪। নমিনির এনআইডি কার্ডের ছবি।

প্রথম ধাপ: পপ্রথমে আপনাকে এই লিংকে (বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট) যেতে হবে এবং আপনার মোবাইল নাম্বার সেখানে দিতে হবে। তারপর মোবাইল নাম্বার এর মেসেজ এ একটি কোড আসবে এবং সেটি ওয়েবসাইটে দিয়ে নিশ্চিত করুন বাটনে ক্লিক দিন।

গুগল নলেজ প্যানেল তৈরি

দ্বিতীয় ধাপ: এখন আপনাকে আপনার নাম, তারপর আপনার বাবার নাম, এবং আপনার মায়ের নাম দিতে হবে। এরপর আপনার এনআইডি কার্ড এর আইডি নম্বরটি দিতে হবে।

তৃতীয় ধাপ: এখানে আপনাকে আপনার বিজনেস রিলেটেড তথ্য দিতে হবে । আপনি কি ধরণ এর ব্যবসা করেন এবং আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট এর লিংক দিয়ে দিবেন যদি আপনি ফেসবুক পেইজ এর মাধ্যমে অনলাইন বিজনেস করেন তাহলে ফেসবুক পেজের লিংক দিয়ে দিবেন ।

চতুর্থ ধাপ: এই ধাপে আপনাকে নমিনি এর তথ্য দিতে হবে। নমিনি এর নাম, নমিনি এর সাথে আপনার সম্পর্ক কি ও সবশেষে নমিনির এনআইডি কার্ড এর ছবি এবং আইডি নাম্বার দিতে হবে ।

পঞ্চম ধাপ: এই ধাপে এবার আপনাকে আপনার এনআইডি কার্ড এর সামনে এবং পিছন এর দুই সাইড এর ছবি আপলোড করতে হবে এবং আপনাকে আপনার সিম এর মালিকানার প্রমাণ দিতে হবে।

বিকাশ পার্সোনাল রিটেইলার: সিমের মালিকানা

খেয়াল রাখবেন, আপনি যখন সিমের মালিকানা দিবেন তখন *16001# ডায়াল করবেন এবং এইখানে আপনার এনআইডি কার্ড এর শেষের চার ডিজিট দিতে হবে। তারপর আপনাকে ফিরতি একটি এসএমএস দেওয়া হবে। এবং সবশেষে আপনার ফেসবুক পেইজ কিংবা ওয়েবসাইট এর স্ক্রিনশট দিতে হবে।

গুগল নলেজ প্যানেল তৈরি

ষষ্ঠ ধাপ: তারপরে আপনার নাম্বার একটি মেসেজ আসবে যে আপনার এপ্লাই কম্পলিট হয়েছে । আপনার এপ্লাই দেখে তারা আবার মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে যে এখন আপনার একাউন্ট সক্রিয় করতে পারবেন ।

সপ্তম ধাপ: তারপর আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। সেখানে আপনাকে একটি চিঠি এর মাধ্যমে কোড লিখে দিবে সেই কোডটি আপনাকে বিকাশ এর ওয়েবসাইট এ এই লিংক এ যেয়ে (https://account.bkash.com/personal-retail-account/address-verification/steps/0)  বসিয়ে এড্রেস ভেরিফিকেশনটি সম্পূর্ণ করে নিতে হবে।

এভাবেই আপনি খুব সহজে ঘরে বসে একটি বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে পারবেন ।

Show More