সুইফট কোড (Swift Code)
সুইফট কোড কী (What is SWIFT Code)
সুইফট কোড (SWIFT Code) হচ্ছে সুইফট কর্তৃপক্ষ থেকে পার্মিশন প্রাপ্ত এমন একটি কোড যেটির মাধ্যমে নির্দিষ্ট দেশ, ব্যাংক এবং ব্যাংকের শাখা সনাক্ত করা হয়। যখন কোনো ব্যক্তি কিংবা কোম্পানি বিদেশ এর কোনো ব্যাংক অ্যাকাউন্ট এ অর্থ প্রেরণ করে তখন এই সুইফট কোড টির প্রয়োজন হযয়ে থাকে। সুইফট কোড ব্যাংক আইডেন্টিফায়ার কোড – বিআইসি (Bank Identifier Code – BIC) হিসাবেও অনেক জায়গায় পরিচিত।
সুইফট কোডের সংখ্যা কত
সুইফট কোড এ থাকে ৮ টি বর্ণ অথবা ১১টি ক্যারেক্টার। যখন ৮ বর্ণ এর কোড দেয়া হয়, তখন প্রথম চার বর্ণ কে প্রাইমারি ব্যাংক বা অফিস বোঝায়। এর পরের দুই বর্ণ দিয়ে দেশ ও শেষ এর দুই বর্ণ দিয়ে স্থান নির্দিষ্ট শহর টিকে নির্দেশ করে। তবে যখন ১১ টি ক্যারেক্টার দেয়া হয় সেখানে ৮ টি বর্ণ এর সাথে অতিরিক্ত ৩ টি লেটার বা ডিজিট দিয়ে নির্দিষ্ট শাখাকে বোঝানো হয়। ব্যাংকিং লেনদেন এর জন্য এই এক্সট্রা ৩ লেটার বা ডিজিট হলো ঐচ্ছিক, কোন প্রতিষ্ঠান যদি শেষের এই ৩ ক্যারেক্টার ইউজ না করে তাহলেও কোনো সমস্যা হয় না।
সুইফট কোড মিনিং
আপনি যদি ৮ বর্ণের সুইফট কোড লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে CIBLBDDH অর্থাৎ এখানে CIBL দিয়ে মূলত সিটি ব্যাংক কে বুঝানো হয়েছে। BD দিয়ে নির্দেশ করে এটি বাংলাদেশ এ আছে ও DH হলো ঢাকা শহর এ ব্যাংকটি । আবার ক্যারেক্টার সম্বলিত সুইফট কোড যদি আমরা খেয়াল করি দেখতে পাবেন EXBKBDDH007 । এভাবেই যথারীতি EXBKB দিয়ে এক্সিম ব্যাংক, BD দিয়ে বাংলাদেশ এবং DH দিয়ে আসলে ঢাকাকে বোঝানো হয়ে থাকে তারপর ০০৭ দিয়ে যেটি বোঝানো হচ্ছে তা হচ্ছে এক্সিম ব্যাংক এর গুলশান শাখাটিকে।
সুইফট কি (What is SWIFT)
সুইফট কোড এবং সুইফট দুইটি ভিন্ন বিষয়। সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) কিংবা ইংরেজিতে Society for Worldwide International Financial Telecommunication (SWIFT) হচ্ছে ব্রাসেলস ব্যাসড একটি আন্তঃব্যাংক আর্থিক লেনদেন এর বার্তা প্রেরণ এর একটি সেইফ নেটওয়ার্ক। নিরাপদ এবং ফাস্ট মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সুইফট একটি মেসেজ নেটওয়ার্ক পদ্ধতি যা আসলে সংকেত লিপি বা নির্ধারিত কোড এর মাধ্যমে বার্তা আদানপ্রদান এবং কন্ট্রোল করা হয়।
কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল সুইফট, সুইফট ইতিহাস
সুইফট প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে বেলিজিয়াম এর ব্রাসেলস এ এবং এর এর প্রতিষ্ঠাতা কার্ল রয়টার্স কিল্ড। বিশ্বব্যাপী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ এর মধ্যে আর্থিক লেনদেন করতে এই সুইফট নেটওয়ার্কটিকে ইউজ করা হয়। সুইফট অত্যন্ত পপুলার ও ভরসা যোগ্য একটি মাধ্যম। আর্থিক লেনদেনের ব্যাপারে তথ্য আদান প্রদানের জন্য সুইফটকে একটি সেইফ নেটওয়ার্ক হিসেবেই এটিকে বিবেচনা করা হয়।
কারা সুইফট নিয়ন্ত্রণ করে?
সুইফট এর সূচনা হয়েছিল আমেরিকান এবং ইউরোপিয়ান ব্যাংকসমূহ এর উদ্যোগে, যারা আশা করেননি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান কোনো একক সিস্টেম তৈরি করে কাজ করতে পারবে এবং নিজেদের একচেটিয়া ব্যবস্থা এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন পরিচালনা করবে। সুইফট হলো মূলত ইন্ট্রা ব্যাংকিং সংক্রান্ত তাৎক্ষনিক মেসেজিং ব্যবস্থা যা কোনো লেনদেন এর ব্যাপারে গ্রাহককে তৎক্ষণাৎ জানিয়ে দেয়। তাই বর্তমানে বিশ্বের অধিকাংশ ব্যাংক নিজেদের মধ্যকার বার্তা আদান প্রদান এর কাজে সুইফট নেটওয়ার্ক ইউজ করে । বিশ্বের প্রায় ২০০টি দেশের ১১ হাজারের অধিক আর্থিক প্রতিষ্ঠান সুইফট এর মাধ্যমে আন্তঃ ব্যাংকিং লেনদেনের বার্তা সেন্ডিং তথা লেনদেন সম্পাদন করে থাকেন।
আরো পড়ুন: ঘরে বসে বিকাশ পার্সোনাল রিটেইলার একাউন্ট খুলার সিস্টেম
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবং ব্যাংক অব ইংল্যান্ড সহ পৃথিবীর বড়ো বড়ো কেন্দ্রীয় ব্যাংক এর সাথে মিলে বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম সুইফট এর কাজকর্ম পর্যালোচনা করে থাকেন। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে একটি দক্ষ কন্ট্রোলার পর্ষদ। সুইফট এর পরিচালনা পর্ষদ বোর্ড এর প্রধান হচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer) বা সিইও (CEO)। সুইফট পরিচালনা পরিষদ এর অন্য সদস্যরা কোম্পানির অপারেশন পরিচালনার ইনফো প্রধান নির্বাহীর নিকট রিপোর্ট করে থাকে।
সুইফটের ডেটা সেন্টার (SWIFT Data Centre)
সুইফট এর কার্যক্রম ৩টি তথ্য কেন্দ্র বা ডাটা সেন্টার এর মাধ্যমে পরিচালনা করা হয় যেগুলো নিজেদের মধ্যে তথ্য আদানপ্রদান করে। তিনটি তথ্য কেন্দ্র এর একটি মার্কিন যুক্তরাষ্ট্রে, একটি নেদারল্যান্ডস এবং একটি সুইজারল্যান্ডে এ অবস্থিত। সুইফট তথ্য প্রেরণের জন্য সাবমেরিন কেবল যোগাযোগ ব্যবস্থা ইউজ করে থাকে। যখন একটি তথ্য কেন্দ্র তথ্য প্রেরণে ব্যর্থ হয় তখন অন্য একটি কেন্দ্র তথ্য পুরো নেটওয়ার্কটিই আসলে ট্র্যাফিক পরিচালনা করন। বর্তমান এ সুইফট এ বর্তমানে ২০০০ এর মতোন কমী আছে।
সুইফট নিয়ে অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে যে এর মাধ্যমে সরাসরি টাকা লেনদেন করা যায়। আসলে এটি নিতান্তই ভুল। সুইফট নেটওয়ার্ক হলো শুধুই একটি যোগাযোগ এর মাধ্যম, এর মাধ্যে সরাসরি অর্থ প্রেরণ করা যায় না। সুইফট শুধু অনলাইনে পেমেন্ট অর্ডার প্রেরণ করে। একটি ব্যাংক তাদের সুইফট নেটওয়ার্ক এ সংযুক্ত অন্য একটি ব্যাংক কে সেই অর্থ পরিশোধ এর অনুরোধ পাঠায় এবং সংশ্লিষ্ট ব্যাংক সেই আদেশ গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করবে। এটি বলা যেতে পারে আন্তর্জাতিকভাবে এক ব্যাংক এর সাথে আরেক ব্যাংকের যোগাযোগের জন্য অন্যতম একটি নেটওয়ার্ক হলো সুইফট ।
সুইফট কিভাবে কাজ করে
সুইফট মূলত ৪টি ইম্পোর্ট্যান্ট ক্ষেত্রে আর্থিক সেবা দিয়ে থাকে। যেগুলো হচ্ছে- সিকিউরিটিজ, ট্রেজারি এবং ডেরাইভেটিভস, বাণিজ্য সেবা এবং নগদ অর্থ ব্যবস্থাপনা।
সিকিউরিটিজ এর মধ্যে সুইফট এর প্রদানকৃত সেবা সূমহ হচ্ছে:
- সুইফটনেট ফিক্স
- ইফটনেট ডেটা সেন্ডিং
- সুইফটনেট ফান্ডিং
- সুইফটনেট অ্যাকর্ড ফর সিকিউরিটি
ট্রেজারী ও ডেরাইভেটিভস এগুলোর মধ্যে সুইফট এর প্রদানকৃত সার্ভিস সূমহ হচ্ছে:
- সুইফটনেট অ্যাকর্ড ফর ট্রেজারি
- সুইফটনেট আফ্রিমিসন্স
- সুইফটনেট সিএলএস থার্ড পার্টি সার্ভিস
সুইফট্ এর বাণিজ্য সার্ভিস মধ্যে আছে সুইফটনেট ট্রেড সার্ভিস ইউটিলিটি । এবং ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ অর্থ ম্যানেজমেন্টের মধ্যে সুইফট এর দেওয়া সার্ভিস সূমহ হচ্ছে:
- সুইফটনেট বাল্ক পেমেন্ট
- সুইফটনেট ক্যাশ রিপোর্ট
- সুইফটনেট এক্সসেপশন্স এবং ইনভেস্টিগেশনস
বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সুইফট কোড (SWIFT Codes for Several Bangladeshi Banks)
- AB Bank Limited: ABBLBDDH
- Agrani Bank Limited: JANBBDDH
- Al-Arafah Islami Bank Limited: ALARBDDH
- Bangladesh Commerce Bank Limited: BCBLBDDH
- Bangladesh Krishi Bank: BKBABDDH
- Bank Al-Falah Limited (Bangladesh): ALFHBDDH
- Bank Asia Limited: BALBBDDH
- BASIC Bank Limited: BKSIBDDH
- BRAC Bank Limited: BRAKBDDHCitibank N.A (Bangladesh): CITIBDDX
- Commercial Bank of Ceylon Limited: CCEYBDDH
- Dhaka Bank Limited: DHBLBDDH
- Dutch-Bangla Bank Limited: DBBLBDDH
- Eastern Bank Limited: EBLDBDDH
- EXIM Bank Limited: EXBKBDDH
- First Security Islami Bank Limited: FSEBBDDH
- Habib Bank Ltd. (Bangladesh): HABBBDDH
- ICB Islamic Bank Limited: BBSHBDDH
- IFIC Bank Limited: IFICBDDH
- Islami Bank Bangladesh Limited: IBBLBDDH
- Jamuna Bank Limited: JAMUBDDH
- Janata Bank Limited: JANBBDDH
- Mercantile Bank Limited: MBLBBDDH
- Mutual Trust Bank Limited: MTBLBDDH
- National Bank Limited: NBLBBDDH
- National Bank of Pakistan (Bangladesh): NBPABDDH
- National Credit & Commerce Bank: NCCLBDDH
- One Bank Limited: ONEBBDDH
- Premier Bank Limited: PRMRBDDH
- Prime Bank Limited: PRBLBDDH
- Pubali Bank Limited: PUBABDDH
- Rupali Bank Limited: RUPBBDDH
- Shahjalal Islami Bank Limited: SJBLBDDH
- Social Islami Bank Limited: SOIVBDDH
- Sonali Bank Limited: BSONBDDH
- Southeast Bank Limited: SEBDBDDH
- Standard Bank Limited: SDBLBDDH
- Standard Chartered Bank (Bangladesh): SCBLBDDX
- State Bank of India: SBINBDDH
- The City Bank Limited: CIBLBDDH
- HSBC (Dhaka): HSBCBDDH
- Trust Bank Limited: TTBLBDDH
- United Commercial Bank Limited: UCBLBDDH
- Uttara Bank Limited: UTBLBDDH
- Woori Bank (Bangladesh): HVBKBDDH