টেকনোলজি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৮ ডিসেম্বর

২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিট এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)৷ সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৮ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষ এর ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন সিস্টেম শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে। ওই দিন দুপুর ১২টা থেকে শুরু হবে এপ্লাই। আগামী বছর এর ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে এপ্লিকেশন প্রক্রিয়া। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ৷

২০২৩-২৪ শিক্ষাবর্ষতে চারটি অনুষদের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট। ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় শুরু হবে এবং আগামী বছর এর ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন কার্যক্রম শেষ হবে। ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিট এর পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৮ ডিসেম্বর

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিট এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)৷ সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ছাড়াও অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ আটটি বিভাগের শহরে অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিট ছাড়া অন্য ইউনিট গুলোতে ৬০ নম্বর এর বহুনির্বাচনী ও ৪০ নম্বর এর লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিট এর পরীক্ষায় ৪০ নম্বর এর বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেয়া হবে৷ চারুকলা ইউনিট এর বহুনির্বাচনী পরীক্ষা এর জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষা এর জন্য ৬০ মিনিট সময় থাকবে৷ অন্য ইউনিট গুলোতে বহুনির্বাচনী পরীক্ষা তে জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষী এর জন্য ৪৫ মিনিট সময় থাকবে৷ ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বর এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে৷ এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান এর পরীক্ষার ফলাফল এর ওপর থাকবে ২০ নম্বর৷

বিজ্ঞান ইউনিট এর জন্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর জিপিএ-র যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩ দশমিক ৫০, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ-র যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩, ব্যবসায় শিক্ষা ইউনিট এর জন্য জিপিএ-র যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩ এবং চারুকলা ইউনিটের জন্য দুই জিপিএ-র যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩ হতে হবে৷

সর্বশেষ শিক্ষাবর্ষ (২০২২-২৩) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এ চারটি ইউনিট এর অধীনে ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। এর পূর্বের শিক্ষাবর্ষ পর্যন্ত ইউনিট ছিল পাঁচটি৷ তখন ইউনিটগুলো এর নাম ছিলো: ক, খ, গ, ঘ ও চ৷

Show More

Related Articles

Leave a Reply