স্ক্যাম এলার্ট!! Buyeday Online Shopping fabeely-online-shopping
স্ক্যাম এলার্ট!! Buyeday Online Shopping
শুরুতেই জানিয়ে রাখি পূর্বে তাদের নাম ছিলো fabeely-online-shopping । এই ইনফরমেশনটি যাচাই করতে পারেন 01988307171 এই নাম্বারে পেমেন্ট করতে গেলে। পূর্বে তাদের অফিস ছিলো মিরপুরে। এই ইনফর্মেশন পাবেন fabeely তে প্রতারিত হওয়া গোষ্টি নামক ফেসবুক পেইজে। সেখানেই এক কমেন্ট এ একজন স্ক্রিনশট পোস্ট করে যেটি নিচে দেয়া হলো।
সম্পূরক তথ্যঃ আপনি যদি বিকাশের মাধ্প্রযমে তারণার শিকার হয়ে থাকেন সেক্ষেত্রে এই বিষয়ে দ্রুত অভিযোগ রাখতে এবং পরবর্তী অনুসন্ধানের জন্য যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে (ক্ষতিগ্রস্থ ব্যক্তি), যে নাম্বারে টাকা পাঠানো হয়েছে (প্রতারকের নাম্বার), লেনদেনের পরিমান এবং ঘটনার তারিখ এবং সময় সহ বিস্তারিত উল্লেখ করে মেইল করুন support@bkash.com এই ঠিকানায় অথবা সরাসরি যোগাযোগ করুন livechat.bkash.com এ। উপরের সকল তথ্যগুলো পাওয়ার পর আপনার অভিযোগটি নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বে তাদের ওয়েবসাইট ছিলো http://gemimart.com/ এবং শেষে buyeday.com সবশেষে https://buyeday.shop/ সাইটের মাধ্যমে স্ক্যাম কাজ পরিচালনা করে। ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফতো নিচে দেয়া হলো।
This artwork is the sole property of Tanvir Ahmed Anontow. All rights reserved. No part of this artwork may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the artist Tanvir Ahmed Anontow. Unauthorized reproduction or distribution of this artwork may result in civil and criminal penalties. Any unauthorized use or reproduction of this artwork will be deemed as a violation of applicable copyright laws.