টেকনোলজি

গুগল নলেজ প্যানেল কি এবং গুগল নলেজ প্যানেল তৈরি

গুগল নলেজ প্যানেল কি এবং গুগল নলেজ প্যানেল তৈরি

আজকের আর্টিকেলে আলোচনা করবো গুগল নলেজ প্যানেল নিয়ে। তো প্রথমেই জেনে নেই গুগল নলেজ প্যানেল কি (What Is Google Knowledge Panel)

গুগল নলেজ প্যানেল

গুগল নলেজ প্যানেল হচ্ছে এক ধরণ এর তথ্যের বাক্স যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর জন্য গুগলের মাধ্যমেই অটোমেটিক তৈরি হয়ে যায়। আমরা যে কোন খুব ফেমাস ব্যক্তি কিংবা সেলিব্রিটির নাম লিখে যখন গুগল এ সার্চ করি, তখন সেই ব্যক্তিটির সম্পর্কিত তথ্যগুলো গুগল একটি ছোট বক্স এর ভেতর উপস্থাপন করে থাকে৷ আর এই তথ্যসমৃদ্ধ ছোট বক্সটিই হচ্ছে গুগল নলেজ প্যানেল

গুগল নলেজ প্যানেল তৈরি

গুগল নলেজ প্যানেল শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির জন্যই ব্যবহৃত হয় এমনটিই নয় বরং কোন প্রসিদ্ধ বই, স্থান, দেশ এই ধরণ এর আরও অনেক বিষয় এর উপর গুগল নলেজ প্যানেল থাকে৷

গুগল নলেজ প্যানেল এ নিজেকে পাওয়া মানে গুগল এর কাছে আপনি এখন একজন স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব! আর সে কারনণ এই নলেজ প্যানেলে গুগল আপনাকে সেই স্থানটি দিয়েছে৷

গুগল নলেজ প্যানেল এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এর মাধ্যমে ফেসবুক কিংবা টুইটারে থাকা একাউন্টটি কে সহজেই ব্লু ভেরিফাই করে নেয়া যায়৷ অর্থাৎ, ফেসবুক আইডি ব্লু ভেরিফাই করতে হলে গুগল নলেজ প্যানেলে নিজেকে নিয়ে আসতে হবে!

এখন প্রশ্ন হচ্ছে, গুগল নলেজ প্যানেল কারা ইউজ করতে করবেন? উত্তরে বলা যায়, গুগল নলেজ প্যানেল যে কেউই ইউজ করতে পারেন!

তবে, নলেজ প্যানেল এর প্রচলন কিন্তু হয়েছে জনপ্রিয় ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান এর সম্পর্কে সহজেই তথ্য সার্চকারী ইউজারদের সামনে উপস্থাপন করতে৷ আর সাধারণত নায়ক, গায়ক, শিল্পি, ব্যবসায়ী, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এর সম্পর্কে জানতেই মূলত গুগলে সার্চ করা হয়৷ আর তাদের সম্পর্কিত তথ্যগুলো নেট ঘেটে একত্রে প্রদর্শন এর জন্যই প্রচলন এই নলেজ প্যানেলের৷ তাই আসলে বলা যায় যে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, সেলিব্রিটি ব্যক্তিরাই গুগল নলেজ প্যানেল ব্যবহারের প্রকৃত হকদার ব্যক্তিবর্গ হয়ে থাকেন৷

গুগল নলেজ প্যানেল কেন ব্যবহার করবেন?

যেহেতু গুগল নলেজ প্যানেল ব্যবহৃত হয় তথ্য শেয়ারের জন্য তাই সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা সকলের তথ্য শেয়ার এর জন্য একে ইউজ করা যায়৷ মুলত সংগীতশিল্পী, অভিনয়শিল্পী তাদের নিজেদের কাজ এর তথ্য আগ্রহী ব্যক্তিদেরকে সুন্দরভাবে জানাতে ইউজ করতে পারে গুগল নলেজ প্যানেল৷ যেহেতু এতে তাদের কাজ এর সম্পর্কিত তথ্য সুন্দরভাবে উপস্খাপন করা হয়, তাই এর ফলে শিল্পীদের দর্শক, শ্রোতাদের নিকট দ্রুত এবং সহজেই পৌছানো সহজতর হয়৷

গুগল নলেজ প্যানেল তৈরি

যেভাবে গুগল নলেজ প্যানেল পাবেন How to get knowledge panel in Bangla

  • নলেজ প্যানেল পাওয়ার জন্য গুগলে থাকা বিভিন্নওয়েবসাইটে আপনার সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য এবং ছবি থাকতে হবে।
  • সার্চ ইঞ্জিন হিসেবে গুগল প্রতিটি ওয়েবসাইট ক্রল করে করে আপনার সম্পর্কে যেই ইনফরমেশন গুলো পাবে তা যথোপযুক্ত হলে নলেজ প্যানেল এর মাধ্যমে প্রদর্শন করবে৷
  • সহজে নলেজ প্যানেল পেতে বিভিন্ন গানের ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করে নিজের একাউন্ট থেকে গান রিলিজ করতে পারবেন৷
  • প্রতিনিয়তই কয়েকদিন গান রিলিজ করলে গুগল নলেজ পাওয়া খুবই সহজ হবে৷ গানগুলো কিন্তু অবশ্যই ইউনিক বা আপনার হতে হবে৷
  • গানের পরিবর্তনে বাদ্যযন্ত্র ব্যবহার করে কেবলমাত্র সুর তৈরি করে আপলোড করেও গুগল নলেজ এর চোখে পরা যাবে৷ তাই, যেটি আপনার জন্য সহজ হয়, সে পথেই হাটুন!

এসব বিষয়ে বিস্তারিত লিখেছি এই আর্টিকেলে, অবশ্যই এই আর্টিকেলটি পড়ে আসুন।

গুগল নলেজ প্যানেল তৈরি

সতর্কতা:

বর্তমানে সামাজিক যোগাযোগ এর মাধ্যমগুলোতে যেমন ফেসবুক, টুইটার ভেরিফাই করবার জন্য কয়েক হাজার টাকা দাবি করে কিছু ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান।

সাধারণত গুগল নলেজ প্যানেলের মাধ্যমে তারা ব্লু ভেরিফিকেশন করে দিয়ে গ্রাহক এর থেকে টাকা আদায় করে৷ এই ধরণের সস্তা ব্যাবসায়ীদের থেকে সতর্ক থাকুন ও প্রয়োজনে নিজের ভেরিফিকেশন নিজে করুন৷ আর আমাদের মাধ্যমে গুগল নলেজ প্যানেল তৈরি করতে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিন।

শেষ কথা:

বর্তমান এর টেকনোলজির এই সময়ে নিজেকে টেক সংক্রান্ত স্থান গুলোর সাথে আপডেট রাখতে পারলে নানাবিধ সুযোগ-সুবিধা পাওয়া যায়৷ তুলনামূলক সাধারণ মানুষদের জন্য গুগল নলেজ প্যানেল তেমনি একটি সুযোগ যা কাজে লাগিয়ে রাতারাতি ফেমাস হয়ে যাওয়া সম্ভব!

Show More

Related Articles