গুগল নলেজ প্যানেল কিভাবে তৈরি করে এবং গুগল নলেজ প্যানেল বিস্তারিত
গুগল নলেজ প্যানেল কিভাবে তৈরি করে এবং গুগল নলেজ প্যানেল বিস্তারিত
আজকে এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কিভাবে আপনারা নিজের নামেই Google Knowledge Panel তৈরি করবেন।
আমাদের মধ্যে এমন অনেকেই চাই যে আমাদের নামে ও Google Knowledge Panel তৈরি করা হোক কিন্তু আমারা অনেকেই জানি না যে কিভাবে Google Knowledge Panel তৈরি করতে কি দরকার হয় অথবা গুগল নলেজ প্যানেল কিভাবে পাবো। আমরা আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করতে চলছি যে কিভাবে আপনি আপনার নিজের নামে গুগল নলেজ প্যানেল তৈরি করবেন ।
গুগল নলেজ প্যানেল Google Knowledge Panel কি ?
Google Knowledge Panel তৈরি করার আগেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে জানতে হবে Google Knowledge Panel কি? G Knowledge Panel হচ্ছে এক ধরনের ইনফরমেশন বক্স ৷ প্রায়ই আমরা যদি যে কোন সেলিব্রিটির ব্যক্তির নাম লিখে যখন Google এ সার্চ করি, তাহলে সেই ব্যক্তি সম্পর্কিত সকল তথ্যগুলোই গুগল একটি ছোট করে বক্সের ভেতর উপস্থাপন করে৷ Google Knowledge Panel যে শুধু মানুষ এর নামে হয় এমনটি নয়, Google Knowledge Panel তৈরি হয় নাটক,ছবি,বই,কোনো যায়গার নামে ইত্যাদি।
Google Knowledge Panel এর যতো সুবিধা:
Google Knowledge Panel এর নানাবিধ সুবিধা আছে যার মধ্যে অন্যতম একটি সুবিধা হলো সহজেই ফেইসবুক/টুইটার একাউন্ট ব্ল ভেরিফাই করে ফেলা। আপনার নামে যদি Google Knowledge Panel থাকে তাহলে আপনি আপনার ফেইসবুক / টুইটার একাউন্ট খুব সহজেই ভেরিফাইড করে নিতে পারবেন।
আমাদের এই বর্তমান টেকনোলজির দুনিয়ায় সবাই এগিয়ে আছে আপনিও যদি চান যে সবার থেকে আলাদা একজন হবে তাহলে আপনি গুগল নলেজ প্যানেল এর মাধ্যমে চাইলে সাবার থেকে আলাদা হতে পারবেন,কারণ আপনি যখন একজন সাধরন মানুষ থাকবেন তখন আপনার নাম গুগলে সার্চ করলে আপনার কোনো ইনফরমেশন আসবে না।আপনার নামে যদি Google Knowledge Panel থাকে তাহলে আপনার নাম গুগলে সার্চ করলে আমার সকল ইনফরমেশন চলে আসবে। যেমন: তানভীর আহমেদ অনন্ত (Tanvir Ahmed Anontow)
কিভাবে Google Knowledge Panel তৈরি করবেন?
প্রথমেই আমি বলে দিচ্ছি Google Knowledge Panel সাধারন মানুষদের জন্য না। Google Knowledge Panel শুধু তাদের নামেই তৈরি হবে যারা Celebrity । এখন কথা হচ্ছে সেলিব্রিটি অনেক ধরণের আছে যেমন- হিরো,ক্রিকেটার,গায়ক ইত্যাদি। তো যারা এই ধরণের পাবলিক ফিগার তাদের জন্য Google Knowledge Panel তৈরি হয়ে যায় এইটা সম্পূর্ণ গুগল এর হাতে । Google Knowledge Panel ফেইসবুক একাউন্ট এর মতো না যে আমার ইচ্ছা হলো আর আমি নাম,ফোন নাম্বার কিংবা জিমেইল দিয়ে খুলে ফেললাম। কিন্তু তারপরেও আমরা কিছু ট্রিক্সের সাহায্যে বলে দিবো কিভাবে নিজেই নিজের জন্য গুগল নলেজ প্যানেল তৈরি করতে পারবেন।
Google Knowledge Panel তৈরি করার সবচেয়ে সহজ পধ্যতি হচ্ছে Musical Artist হয়ে যাওয়া। আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক মানুষ আছে যাদের নামও আপনি কখনো শুনেন নাই কিংবা তাদের কোনো গানও আপনি শোনেননি কিন্তু তাদের নামেও Google Knowledge Panel আছে। তারা Google Knowledge Panel ক্রিয়েট করেছে এই Musical Artist দিয়ে। (আমাদের মাধ্যমে নিজের নামে গুগল নলেজ প্যানেল তৈরি করতে যোগাযোগ করুন এখানে ক্লিক দিয়ে) আপনি Google Knowledge Panel তৈরি করার জন্য প্রথমে যা করবেন তা হচ্ছে যে কোনো একটি Music Distribution এর সাহায্য নিবেন।
বিভিন্ন Music Distribution প্রতিষ্ঠান আছে যারা আপনার গান/মিউজিক পাবলিশ করে দিবে এবং বিভিন্ন প্লাটফর্ম এ ভেরিফিকেশন করে দিবে যেমন Spotify একাউন্ট এ আপনাকে ভেরিফাইড আর্টিস্ট বানিয়ে দিবে এবং বিভিন্ন প্লাটফ্রম এ আপনার মিউজিক গুলোকে পাবলিশ করে দিবে,এবং আপনার ইউটিউব চ্যানেল এ Verified Artist এর Logo নিয়ে দিবে যেই Logo বড় বড় Musical Artist এর চ্যানেল এ থাকে সেই Verified Artist Logo আপনার Youtube চ্যানেল এ পেয়ে যাবেন।
আপনি শুধু কয়েকটা মিউজিক বানিয়েই এইধরণের সব সুবিধা পেতে পারবেন। অনেক Music Distribution আছে যারা পেইড কাজ করে থাকে অর্থাৎ আপনি তাদের টাকা দিয়ে তাদের Music Distribution এ আপনার মিউজিকগুলোকে আপলোড করে দিবেন বাকি কাজ তারাই করে দিবে। এব গ আপনি যদি চান তাহলে আপনি নিজে নিজে সকল প্লাটফ্রম এ নিজে নিজে মিউজিক পাবলিশ করতে পারবেন তাতে আপনার টাকা খরচ হবে না। আপনি Music Distribution এর মাধ্যমে করেন অথবা আপনি নিজে করেন এই সব কিছু করার পর আপনার নামে ১৫-২০ দিনের মধ্যেই Google Knowledge Panel তৈরি হয়ে যাবে।
Google Knowledge Panel ক্লেইম
Google Knowledge Panel কিভাবে ক্লেইম করবো? আপনার যদি Google Knowledge Panel তৈরি হয়েই যাত তাহলে নিজের নলেজ প্যানেল টি পাওয়ার পরে কিভাবে ক্লেইম করবেন তা নিয়ে এখন আলোচনা করবো। অনেক সময় দেখা যায় যে অনেকেই Google Knowledge Panel
ক্লেইম করতে পারে না । Google Knowledge Panel ক্লেইম করতে হলে আপনার যা দরকার হবে,তা হচ্ছে আপনার NID কার্ড এর ফেইস Holding ছবিটা তুলতে হবে এবং সেখানে আপনার ফেইস এর সামনে আপনার NID কার্ড রেখে একটি ছবি তুলবেন ছবিটা তে যেনো আপনার ফেইস এবং NID কার্ড দুইটাই ভালোভাবে বুঝা যায়,মেইন Focus রাখতে হবে NID কার্ড এ যেনো আপনার NID কার্ড এর সকল তথ্য একদম ক্লিয়ার ভাবে দেখা যায়। Goggle Knowledge Panel ক্লেইম করতে হলে আপনার এই Face Holding এর ছবিটা লাগবেই আর এই ছবি ছাড়া Google Knowledge Panel সাধারনত ক্লেইম করা যায় না। অনেক সময় দেখা যায় অনেক সহজ ভাবে Google Knowledge Panel ক্লেইম এর অপশন চলে আসে সেখানে Face Holding এর দরকার হয় না, কিন্তু প্রায় সময় Face Holding দরকার হয় আপনার কাছে যা চায় দিয়ে গুগল নলেজ প্যানেল ক্লেইম করে নিবেন।
Google Knowledge Panel Customize
অনেকেই Google Knowledge Panel ক্লেইম করার পর Google Knowledge Panel কাস্টমাইজেশন করতে পারে না, Google Knowledge Panel ক্লেইম করবার পর আপনি আপনার নিজের ক্লেইম করা Google Knowledge Panel এ যাবার পর দেখতে পারবেন যে লেখা Suggest edits নামের ওই অপশনটি। আপনি এই লেখায় ক্লিক করা পর আপনি Google কে Suggest করবেন যে আপনার Google Knowledge Panel এ কি কি জিনিষ Customize করতে হবে । আপনি Google কে Suggest করার কয়েক দিনের মধ্যেই আপনার Google Knowledge Panel Customize হয়ে যাবে।আপনি Google Knowledge Panel ক্লেইম না করেও Customize করতে পারবেন কিন্তু তখন আপনার বিভিন্ন সম্যসা হবে যেমন আপনি Suggest edits এ কিছু Suggest করার পর তা Customize হতে ১৫-২০ দিন অথবা কিছু কিছু সময় এক মাস এর বেশি সময় ও লেগে যায় , তাই Google Knowledge Panel ক্লাইম করার পর আপনার মন মতো Customize করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া।
সতর্কতা:
অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আমাদের মেসেজ দেয় যে অথবা বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে কিছু টাকার বিনিময় আমাদের ফেইসবুক একাউন্ট Blue Verified করে দিবে সাথে আপনার নামে Google Knowledge Panel তৈরি করে দিবে। ফেইসবুক Blue Verified এতো সহজ না। এইসব চক্রে পা দিবেন না নিজের টাকা নিজে খরচ করুন কোনো কিছুতে টাকা খরচ করার আগে খবর নিয়ে নিন। আপনি Google Knowledge Panel এর জন্য কাওকে টাকা না দিয়ে আমার দেখানো/বলা কথা গুলা ফলো করুন আপনি নিজেই নিজের Google Knowledge Panel তৈরি করে নিতে পারবেন। আর আমাদের মাধ্যমে গুগল নলেজ প্যানেল তৈরি করতে চাইলে যোগাযোগ করুন। আপনি চাইলে সেই Google Knowledge Panel কাজে লাগিয়ে নিজের নামে আপনার ফেইসবুক একাউন্ট Blue Verified করতে পারবেন এবং অনেক কাজেই ইউজ করতে পারবেন।
শেষ কথা
আশা করি আমি আপনাদের Google Knowledge Panel এর ব্যাপার এ আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে পেরেছি,আপনাদের যদি বুঝতে কোথাও সম্যসা হয় তাহলে কমেন্ট করুন আমি আপনাদের সমাধান করে দেয়ার চেষ্টা করবো। এমন আকর্শনীয় এবং দরকারি টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন।