ফাস্ট চার্জিং কি ব্যাটারি এর ক্ষতি করে

ফাস্ট চার্জিং কি ব্যাটারি এর ক্ষতি করে

By

On

ফাস্ট চার্জিং কি ব্যাটারি এর ক্ষতি করে

বর্তমানে স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন, ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেট গুলিতে ফাস্ট চার্জিং একটি প্রধান ফিচার হয়ে উঠেছে। এটি বেশ লাভজনক। কারণ প্রচলিত চার্জিংয়ের ক্ষেত্রে আপনাকে যেখানে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়, সেখানে খুব কম সময়ের মধ্যে আপনার ডিভাইস এর মাধ্যমে চার্জ করা পসিবল।

ফাস্ট চার্জিং বেশ এট্ক্টিরাভ এই ব্যাপারে কোনো সন্দেহ থাকছে না। তবে ব্যাটারি লাইফ এর উপর এর কোনো নেগেটিভ প্রভাব আছে কিনা এবং ফাস্ট চার্জার আপনার ফোন এর জন্য ক্ষতিকারক কিনা; সেই ব্যাপারে সবার মধ্যে উদ্বেগ থাকতে পারে। তাই চলুন এ সম্পর্কে ক্লিয়ার হয়ে নেয়া যাক।

ফাস্ট চার্জিং কী?

ফাস্ট চার্জিং এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার ডিভাইসটি সাধারণ চার্জিংয়ের তুলনায় খুব দ্রুত চার্জ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ফোন বা অন্য ডিভাইস ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা, তা ডিভাইসটির ভেতর এর চার্জিং সার্কিটের উপর ডিপেন্ড করে।

চার্জিং সার্কিটটি ্টুতোকুই শক্তি নিতে পারবে যতটুকুর জন্যে এটিকে নকশা করা হয়েছে। যার কারণে আপনার ডিভাইসটিকে একটি ফাস্ট চার্জার এর সঙ্গে যুক্ত করলেই সেটি ফাস্ট চার্জ হবে না৷  তবে অবশ্যই আপনার স্মার্টফোন এর ধীরে চার্জ সবার পেছনে অন্যান্য অনেক কারণ থাকতে পারে। তাই আপনাকে সেগুলিও খেয়াল রাখতে হবে।

আমরা আমাদের ডিভাইসে এখন প্রচুর পরিমাণ সময় নষ্ট করি। যার কারণে এক চার্জে সারাদিন কাটিয়ে দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। তাই সে বিবেচনা থেকে, দ্রুত চার্জ করা আগের চেয়েো অনেক বেশি দরকারি হয়ে পড়েছে। কারণ এই ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে যখন তখন খুব ওল্প সময়ে দিনে কয়েকবারও চার্জ দেওয়া যায়।

আমরা আজকের আলোচনায় বিভিন্ন ডিভাইসের মধ্যে উদাহরণ হিসাবে স্মার্টফোনকেই রাখবো।

কোনটিকে ফাস্ট চার্জিং হিসেবে বিবেচনা করা হবে?

বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের জন্য ফাস্ট চার্জিং শব্দটি এখন মার্কেটিংয়ের জন্যে একটি সুবিধাজনক হাতিয়ার হয়ে উঠেছে। বিশেষ করে স্মার্টফোন এর ক্ষেত্রে এটি বেশি লক্ষণীয়।

তবে বিষয়টি অনেক সময়ই প্রতারণামূলক হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে, আপনার ডিভাইসটি হয়তো ফাস্ট চার্জিং সমর্থন করে। কিন্তু পরে বুঝতে পারেন যে, এটি আসলে করে না। তাহলে কত ওয়াট হলে সেটি ফাস্ট চার্জিং হবে?

স্মার্টফোন নির্মাতারা প্রায়ই ১০ ওয়াট এর বেশি হলেই সেটিকে ফাস্ট চার্জিং হিসেবে আখ্যা দিয়ে দেয়। কিন্তু ফাস্ট চার্জিং গতির নির্ধারিত কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নেই। তবে ওয়াট এর সংখ্যা যত বেশি হবে চার্জ এর গতির হারও তত বেশি হবে।

ফাস্ট চার্জিং কি ব্যাটার এর ক্ষতি করে?

এই প্রশ্নটির পেছনে একটি মেইন কারণ হচ্ছে, ফাস্ট চার্জিং এর সময় দেখা যায় আপনার ডিভাইসটি অত্যন্ত হিট হয়ে উঠছে। এর কারণ আপনি এত কম সময়ে এত ঠাই পাওয়ার আপনার ডিভাইসে দিচ্ছেন। আর আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে অত্যধিক হিট আপনার ব্যাটার এর জন্য খারাপ। বিশেষ করে লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্যে, যেগুলো বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন এই ব্যবহার করা হয়৷ এই কারণ এই ফাস্ট চার্জিং সিস্টেম গুলি তাদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি যতটা সম্ভব হিট কমানোর ট্করাইরে আসছে।

তাহলে ফাস্ট চার্জিং আপনার ডিভাইস এর ব্যাটারির ক্ষতি করছে কি?

না, আসলে করছে না। এর কারণ ফাস্ট চার্জিংয়ের কাজের ধরন। ফাস্ট চার্জিং পদ্ধতিতে ব্যাটারির চার্জিং ২টি ধাপে হয়ে থাকে। প্রথম পর্যায়ে এগুলো যতটা সম্ভব পাওয়ার গ্রহণ করে নেয়। সে সময়ে মেইনলি ব্যাটারির চার্জ খালি বা কম থাকে। যার ফলে আপনি খেয়াল করবেন যে, স্মার্টফোন কোম্পানি গুলো তাদের বিজ্ঞাপন গুলোয় ফলাও করে প্রচার করে যে, কীভাবে তাদের ফোনগুলো শূন্য থেকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট চার্জ করতে সক্ষম।

কিন্তু একবার ব্যাটারি সেই চার্জে পৌঁছে গেলে, চাপ এবং তাপ প্রতিরোধ করার জন্যেো সেই সিস্টেম চার্জিংয়ের গতি কমিয়ে দেয়। এতে করে ব্যাটারি যেনো ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করা হয়। এ জন্যেই আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, আপনার ফোন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত খুব ফাস্ট চার্জ হয়। কিন্তু সেই সীমার পর সম্পূর্ণ ব্যাটারি চার্জ হতে বেশ সময় নেয়।

এছাড়া আপনি দেখবেন যে, আপনার ডিভাইসের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে আপনার ফোন অটোমেটিক ফাস্ট চার্জিং অফ করে দেয়।

ফোন কোম্পানিগুলো যেভাবে ফাস্ট চার্জিংয় এর প্রভাবগুলো মোকাবেলা করে

স্মার্টফোন কোম্পানি গুলি ডুয়াল-ব্যাটারি নকশা ব্যবহার করে ব্যাটারির উপর ফাস্ট চার্জিংয়ের নেগেটিভ প্রভাবকে কমানোর একটি উপায় তৈরি করেছে। উপায়টি হল, ২টি ব্যাটারি ফাস্ট চার্জিংয়ের হাই শক্তিকে ভাগাভাগি করে নিয়ে ক্ষতি প্রতিরোধ করে।

আরেকটি সেফটিমুলক ব্যবস্থা হল, বিভিন্ন ব্যাটারি ম্যানেজমেন্ট সফ্টওয়্যার সিস্টেম। স্মার্টফোনে চার্জিং তত্ত্বাবধান এর জন্য একটি নির্ধারিত ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। যা হাই ইনপুট চার্জের দ্বারা ব্যাটারি কে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রোধ করে। অ্যাপলের অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং এর একটি চমৎকার উদাহরণ।

তাই আপনার ফোনের ব্যাটারি ম্যানেজমেন্ট সফ্টওয়্যার এর কর্মদক্ষতা অনেকাংশে ঠিক করে দেয় যে, ফাস্ট চার্জিং আপনার ব্যাটারি এর ক্ষতি করবে কিনা।

তবে মূল কথা হল, ফাস্ট চার্জিং আপনার ব্যাটারে এর আয়ুকে বেশিই প্রভাবিত করে না। কিন্তু এই প্রযুক্তিটি এর পেছনের বিজ্ঞান অনুসারে, প্রচলিত ‘ধীর’ চার্জিংয়ের তুলনাতে এর মাধ্যমে ব্যাটারি কম দীর্ঘস্থায়ী হবে।

আমরা ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে বেশি চিন্তিত তা হচ্ছে এর অত্যধিক তাপ উৎপন্ন হওয়া। কিন্তু ব্যাটারির আয়ু কমার পেছনে এটি আসলে অনেকগুলো কারণের মধ্যে একটি।

আপনার ব্যাটারিতে ফাস্ট চার্জিংয়ের প্রভাব নিয়ে খুব বেশি চিন্তিত হবার প্রয়োজন নেই। কারণ চার্জিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাটারির ক্ষতি রোধ করার জন্যে কাজ করে থাকে। তবে এটা ক্লিয়ার যে এতে করে ব্যাটারির আয়ু কিছু হলেও প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রভাব এর পরিমাণ খুবই কম থাকে। তাই এটি এমন ইম্পর্ট্যান্ট কিছু নয় যা আপনার উদ্বেগের কারণ হবে। তাই ফাস্ট চার্জিং নিয়ে আপনার খুব বেশি একটা চিন্তা করা উচিত হবে না।

গ্রন্থনা: আহমেদ বিন কাদের অনি

Categories:

Tags:

Olivia Masskey

Carter

is a writer covering health, tech, lifestyle, and economic trends. She loves crafting engaging stories that inform and inspire readers.

Most Recent