ব্যবসাবাণিজ্য

পেনসিলে HB বা 2B-এর অর্থ কী?

লিখতে লিখতে আপনাদের হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু এরপরেও পেনসিল শেষ হবে না। কেনো, কারণ.. একটি পেনসিল দিয়ে আপনি প্রায় ৪৫ হাজার শব্দ লিখতে পারেন। পেনসিল এর দিয়ে দাগ টেনে আপনি একটানা ৩৫ মাইল চলে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন, পেনসিল এর অনেক গুণ। এক হিসাবে দেখে যায়, শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর ২০০ কোটি পেনসিল ইউজ করা হয়। আমাদের দেশে কতটা ইউজ করা হয়, তার সঠিক স্ট্যাটিস্টিক্স না থাকলেও এর পরিমাণ কম কিন্তু নয়। এই পেনসিলেরও রয়েছে রকমফের। কোনটার লেড (Lead) সফট, কোনোটা হার্ড। আবার কোনোটা বেশি কালো দাগ টানা যায়, কোনোটায় হালকা। এসব গুণাগুণ এর ওপর ভিত্তি করে পেনসিল কে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছে। লেড শক্ত হলে তাকে H (Hard) দিয়ে পেনসিল এর গায়ে দেখানো হয়। পেনসিল কত কালো বা ঘন লিখবে, তা প্রকাশ করতে ইউজ করা হয় B (Bold) দিয়ে। আবার সেটা কত সুন্দর ভাবে লিখবে, তা প্রকাশ করা হয় F (Fine Point) দিয়ে। পেনসিলের লেড যত শক্ত হবে, ঐ-এর মাত্রাও বেড়ে 2H, 3H, 4H, 5H ইত্যাদি হবে। আবার এর দাগ যত ঘন হবে, ই-এর মাত্রাও তেমন বেড়ে 2B, 3B, 4B, 5B হবে। তবে সাধারণভাবে আমরা ইউজ করি HB পেনসিল। যার মানে পেনসিল এর লেড শক্ত এবং সেই সঙ্গে যথেষ্ট কালোও বটে।

Show More

Related Articles