টেকনোলজি

গুগল নলেজ প্যানেলে কিভাবে ইনফোরমেশন আপডেট তৈরি করবেন

গুগল নলেজ প্যানেলে কিভাবে ইনফোরমেশন আপডেট তৈরি করবেন

গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করবেন যেভাবে

গুগল নলেজ প্যানেল কি তা আপনারা সকলেই এখন হয়তো জানেন। তারপরেও শুরুতে দুই লাইন ভুমিকা দিয়ে মূল পোস্টে ফিরে আসছি।

গুগল নলেজ প্যানেল তৈরি

গুগল নলেজ প্যানেল কি?

গুগল নলেজ প্যানেল হচ্ছে গুগলের তৈরি একটি ইনফো বক্স যা সাধারণত কোনো ব্যক্তি/কোম্পানি/বই ইত্যাদি সম্পর্কে অটোমেটিক তৈরি হয় এবং এর মাধ্যমে দ্রুতই মানুষ তার কাঙখিত সার্চ রেজাল্টটি পেতে পারে।

আপনি যখন কোমো ফেমাস ব্যক্তির নাম লিখে গুগল এ সার্চ করবেন তখন সেখানে সবার উপরে একটি ছোট্ট বক্সে সেই ব্যক্তির সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য দেয়া থাকে এটিই হলো গুগল নলেজ প্যানেল। এছাড়াও যদি আপনার নিজের নলেজ প্যানেল থাকে তখন কেউ যদি আপনার নাম লিখে গুগল এ সার্চ করে সেখানেও আপনার ছবি, নাম ও আপনার সম্পর্কে ডিটেইলস সেই সার্চকারীকে দেখানো হবে। যেমন: Tanvir Ahmed Anontow 

কিভাবে গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করবেন?

আপনাদের যাদের গুগল নলেজ প্যানেল ছিলো আগে তারা আগে সাধারণত posts.google.com কিংবা সরাসরি প্যানেল থেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল/জন্মতারিখ ইত্যাদি যোগ করতে পারতো কিন্তু এখন আর ওইভাবে আর আপডেট হয়না।

গুগল নলেজ প্যানেল তৈরি

কিন্তু গুগল ঠিকই সময়ে সময়ে এটি আপডেট করে নেয় আর এই আপডেটটি দ্রুততম সময়ে কর‍তে আপনারা নিচের দেয়া দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।

পদ্ধতি ১ঃ ফিডব্যাক দেয়া

  • প্রথমে গুগল থেকে নিজের নলেজ প্যানেলটি খুঁজে বের করতে হবে।
  • তারপর ছোট করে send feedback এ ক্লিক দিবেন এবং সেখান থেকে ফিডব্যাক দিয়ে দিন।
  • একটি ইমেইল করে আপনাকে গুগল এর কনফার্মেশন জানিয়ে দিবে

কিছুদিন পর রেজাল্ট দেখতে পারবেন।

পদ্ধতি ২ঃ ওয়েব আর্টিকেল লিখা:

  • বিভিন্ন ওয়েবসাইট এ নিজের সম্পর্কে আর্টিকেল লিখে আপডেট করতে পারবেন
  • ফেসবুকে সহ অন্যান্য সোশ্যাল প্লাটফর্মে নিজের সব লিংক এবং বার্থডে পাব্লিক করে রাখবেন।

এবার আসি কোন ধরণ এর ওয়েবসাইট এ নিউজ/আর্টিকেল প্রকাশ করবেন?

গুগল নলেজ প্যানেল তৈরি

  • যেনতেন ফালতু ওয়েবসাইট এ কখনো আর্টিকেল পাব্লিশ করবেন না কারণ অনেক সময় গুগল যদি স্প্যাম স্কোর সহ কোনো ডোমেইনে আপনার আর্টিকেল/নিউজ দেখে সেক্ষেত্রে কখনো র‍্যাংক দিবেনা।
  • গুগল নিউজ এপ্রুভড ওয়েবসাইট খুঁজবেন এবং ভালো Alexa র‍্যাংকিং যুক্ত ওয়েবসাইট গুলো থেকে আর্টিকেল লিখে নিবেন। চাইলে আমাদের ওয়েবসাইট এও স্বল্প মুল্যে নিজের নামে আর্টিকেল প্রকাশ করতে পারবেন এবং এর জন্য হোয়াটসঅ্যাপ করুন: 01830844335

 

Show More

Related Articles