কিভাবে প্রিয় ওয়েবসাইট কে পিন করবেন

By

On

কিভাবে প্রিয় ওয়েবসাইট কে পিন করবেন

আমাদের সবারই নিজেদের কিছু পছন্দের নির্দিষ্ট ওয়েবসাইট থাকে যেগুলো আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি। যেহেতু প্রতিনিয়ত ব্রাউজ করতে হয় সেহেতু বারবার ব্রাউজারে গিয়ে এড্রেস দেখা মোটামুটি ঝামেলার একটি কাজের মধ্যে পরে আর এজন্য আমরা নির্দিষ্ট ওয়েবসাইটটিকে বুকমার্ক করি অথবা হোম পেইজে পিন করে রাখতে পারি। যা দ্রুতই ওয়েবসাইটে ঢুকার কাজকে সহজ করে, তবে আপনি চাইলে এর চেয়ে দ্রুত আপনার সাইট এ নেভিগেট করতে পারবেন।

তো আজকের আর্টিকেলে আজকে আমরা দেখাতে চলছি কিভাবে নির্দিষ্ট ওয়েবসাইট টাস্কবারে পিন করে রাখা যায়।

Microsoft Edge এ পিন করা

যারা ওয়েব ব্রাউজার হিসাবে Microsoft Edge ব্যবহার করেন তাদের জন্য এই পিন করাদ কাজটি খুবই সহজ একটি কাজের মধ্যে পরে। এর জন্য যা করতে হবে তা হলো:

  • প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে যান
  • থ্রি ডটে এ ক্লিক দিন
  • More Tools এ যান
  • এবং সেখান থেকে Pin to taskbar অপশনটিতে ক্লিক দিন।

Chrome এ পিন করা

Chrome এর জন্য ওয়েবসাইট এর টাস্কবারে এড করা কিছুটা জটিল। তবে কঠিন হলেপ নিচে এর প্রসেস গুলো ধারাবাহিক ভাবে দেখানো হলো:

  • প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে যান
  • থ্রি ডটে ক্লিক দিন
  • More Tools এ ক্লিক দিন
  • সবার লাস্টে Click Shortcut এ ক্লিক দিন।

এটি করার ফলে আপনার ওয়েবসাইট এর একটি শর্টকাট তৈরি হয়ে যাবে আপনার ডেক্সটপ এ।

এবার আমাদের কাজ হবে এটিকে পিন করে। এই শার্টকাটটি পিন করতে হলে:

  • রাইট ক্লিক দিন।
  • এরপর Pin to taskbar ক্লিক দিন।

এভাবেই আপনি আপনার প্রিয় ওয়েবসাইট গুলোকে পিন করে দ্রুত ব্রাউজ করে নিতে পারবেন।

Categories:

Tags:

Olivia Masskey

Carter

is a writer covering health, tech, lifestyle, and economic trends. She loves crafting engaging stories that inform and inspire readers.

Most Recent