এইচএসসি পরীক্ষা না পেছানোর কিছু কারণ

এইচএসসি পরীক্ষা না পেছানোর কিছু কারণ
এইচএসসি-২৩ ব্যাচ এর পরীক্ষা না পেছানোর সম্ভাব্য কিছু কারণসমূহ উল্লেখ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেসবই সংগ্রহ করে নিচে উপস্থাপন করা হলো:
১. প্রথমেই আসবে জাতীয় নির্বাচন। কারণ জাতীয় নির্বাচন এর আগে ৩ মাস অন্তর্বর্তীকালীন সময়। আর এই অন্তর্বর্তীকালীন সময় এ সরকার এর পক্ষ থেকে বড় কোনো দায়ভার তারা নিবে বলে মনে হয়না।
পড়ে ফেলুন: এইচএসসি ২০২৩ সকল বিষয়ের টেস্ট পেপার
২. দ্বিতীয়ত আসে নভেম্বর-ডিসেম্বর মাস এর পরিস্থিতি। কারণ কোনো অবস্থাতেই অক্টোবর এর নির্বাচনী তফসিল ঘোষণা এর পর নির্বাচনকালীন পরিস্থিতিতে পাবলিক পরীক্ষা গুলো আর হবে না।
পড়ে ফেলুন: এইচএসসি ২০২৩ সকল বিষয়ের টেস্ট পেপার
৩. তৃতীয়ত আসবে এইচএসসি পরীক্ষা পিছানো এর দাবি ভুল সময়ে উত্থাপিত হয়েছে। এর আগেই পূর্বের নিয়ম অনুযায়ী, জুলাইয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের কথা চিন্তা করে এবং তাদের কথামতো তা ১ মাস পিছিয়ে আগস্ট এর কথা বলা হয়েছিল। সুতরাং, এই অবস্থায় না পিছানোর সম্ভাবনাটিই বেশি।
পড়ে ফেলুন: HSC Test Paper Download 2023 All Subject New Lstest
৪. চতুর্থত, আগস্ট এর মাঝামাঝি যেই এক্সাম হবে এটা তো আজকে থেকে প্রায় ২ মাস আগেই জানা গিয়েছে। অর্থাৎ রোজার ঈদ এর পর এই নিউজ এসেছে। সেক্ষেত্রে, তখন এই দাবি উত্থাপন এর বিষয়টি জানানো উচিত ছিল। আর পূর্ণ নম্বরের পরীক্ষার বিষয়টিও আগে জানানো হয়েছিল। সেক্ষেত্রে পরীক্ষার ১০ দিন আগে এসে কেন এসব নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, তা অনেকেরই বোধগম্য নয়। তবে অনেকের কথা হলো “পরীক্ষা এর দশ দিন আগে আন্দোলন করতেছি দেখে কিছু মানুষ বলতেছে আরো আগে আন্দোলন করিনি কেন আমরা। আর একইভাবে যদি আরো আগেই আন্দোলন করতাম তাহলে হয়তো বলতো এখনো সময় আছে অনেক চেষ্টা করে দেখো সিলেবাস শেষ করতে পারবে তোমরা! আরো পড়তে পারেন: জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ
ভাই আমরা এতদিন সিলেবাস শেষ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি তাই এখন আন্দোলন করতেছি!” এই ধারণাও একেবারে অমূলক নয়।
৫. পঞ্চমত, দেশ এর সার্বিক পরিস্থিতিতে এখন এসব দাবি উত্থাপন অনুকূলে নেই মোটেও। সুতরাং, নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কি করা উচিত।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জনমত গঠনের আহবান রইলো।