টেকনোলজি

ঢাকা কলেজ এর ফেসবুক পেজ হ্যাক

ঢাকা কলেজ এর ফেসবুক পেজ হ্যাক

ঢাকা কলেজ এর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজ হ্যাক হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে যখন পেইজটির প্রোফাইল ছবি পরিবর্তন হলে এই বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।

ভিয়েতনাম এর কোনো হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফেসবুক পেইজ এর নিয়ন্ত্রণ নেয়ার পর এরইমধ্যে প্রোফাইলের ছবি, কাভার ছবি, ইমেইল ও কলেজ এর ঠিকানা বদলে দেয়া হয়েছে।

কলেজ এর ফেসবুক পেজ ও অনলাইন কার্যক্রম এর তদারকির দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এর সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম জানান, ‘কলেজের পেইজ হ্যাক হয়েছে। আমরা পেজের কন্ট্রোল হারিয়েছি। এটি উদ্ধারের কাজ চলছে। ফেসবুক আপডেট এর সুযোগ নিয়ে হ্যাকাররা এটি করেছে।’

তবে বিষয়টি রীতিমতো অস্বীকার করেছেন কলেজের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. ইয়াসিন তানভীর। তিনি বলেন, ‘পেইজ হ্যাক হয়নি। ফেসবুক সিস্টেম আপডেট করতেছে। এজন্য সাইটে একটু ঝামেলা হচ্ছে। আমরা রিপোর্ট করতেছি। ফেসবুক একটা সময় নিয়েছে, দ্রুতই আমাদের কে জানাবে।’

ঢাকা কলেজের ফেসবুক পেজ হ্যাক

ঢাকা কলেজ এর শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার জানান, এই পেইজটি আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্ট্যান্ট। কেননা প্রতিষ্ঠান এর অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এখানে আছে। কোনভাবেই যেন এটি বেহাত না হয়, সেদিকে খেয়াল রেখেই কাজ করা হচ্ছে।

তিনি জানান, আমাদের আইসিটি বিভাগ এর অফিসিয়াল টিম আছে, যারা বিষয়টি সমাধান এর জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আশা করছি, দ্রুত পেইজটির কন্ট্রোল আমরা ফিরে পাবো।

হ্যাকিং-এর শিকার এর পর ঢাকা কলেজ এর পেইজটি ঘুরে দেখা যায়, প্রথমে প্রোফাইল এর ছবি, কভার এর ছবি, ইমেইল এবং কলেজ এর দেয়া ঠিকানা বদলে দেয়া হয়েছে। পেইজে দেয়া dhakacollegeprincipal@gmail.com ই-মেইল ঠিকানাটি পরিবর্তন করে হ্যাকারদের দেয়া নিজস্ব ই-মেইল ঠিকানা এড করা হয়েছে।

একমাস ধরে হ্যাকারদের দখলে ঢাকা কলেজ এর ফেসবুক পেজ!

 

হ্যাকারদের কবলে আছে ঢাকা কলেজ এর ভেরিফাইড ফেসবুক পেইজ। তবে কলেজ কর্তৃপক্ষ জানায় দীর্ঘ এক মাস থেকেই তা হ্যাকারদের কবলে আছে। পেইজটি পুনরুদ্ধারেও কাজ চলছে।

একমাস ধরে হ্যাকারদের দখলে ঢাকা কলেজের ফেসবুক পেজ

গতোকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রথমবার এর মতো পেইজ এর প্রোফাইল ছবি, কাভার ছবি ও কলেজের ইমেইল ও ঠিকানা চেঞ্জ করা হয়। এ সময়ই বিষয়টি সবার নজর কাড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আবারও প্রোফাইল ছবি, কাভার ছবি চেঞ্জ করে তারা।

পেইজে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজ কর্তৃপক্ষ সর্বশেষ পোস্ট করে ১৬ ফেব্রুয়ারিতে। এরপর থেকে আর কোনো পোস্ট দেয়া হয়নি। মঙ্গলবার থেকেই পেইজের প্রোফাইল ও কাভার ছবি চেঞ্জ করতে সক্ষম হয় হ্যাকার দল।

এ বিষয়ে কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ কাল এর কণ্ঠকে জানান, গতো এক মাস আগে ফেসবুক হ্যাক হয়ার বিষয়টি জানতে পেরেছি। পরে আমাদের আইটি সংশ্লিষ্টরা এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে ইমেইল করেছে। আমি ফেসবুক কর্তৃপক্ষ এর সাথে কন্টাক্ট করেছি। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এসব সমস্যা সমাধানে মাসখানেক এর মতোন সময় প্রয়োজন হয়।

অধ্যক্ষ আরো জানান, ফেসবুক কর্তৃপক্ষ এর নজরদারির কারণে এ পর্যন্ত হ্যাকাররা কোনো ধরণ এর পোস্ট করতে সক্ষম হয়নি। মঙ্গলবার তারা শুধু প্রোফাইল এর ছবি পরিবর্তন করেছে। আশা করছি কিছু দিন এর মধ্যেই পেজটি পুনরুদ্ধার করা যাবে।

কলেজ এর ফেসবুক পেজ ও অনলাইন কার্যক্রম এর তদারকির দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কলেজ এর পেজ হ্যাক হয়েছে। আমরা পেজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এটি উদ্ধারে কাজ চলছে। ফেসবুক আপডেট এর সুযোগ নিয়েই হ্যাকাররা এটি করেছে।’

Show More

Related Articles