টেকনোলজি

ছেলেদের জামায় বোতাম ডানে আর মেয়েদের বাঁয়ে কেন?

আমাদের অধিকাংশ পোশাকেই বোতাম থাকে। সে কারণে পোশাকে ফুটে ওঠে সৌন্দর্য। অনেকে আভিজাত্য ফুটিয়ে তুলতেও সোনা বা হীরার বোতাম ব্যবহার করে।

 

বোতাম তৈরিতে একসময় কাঠ বা পশুর হাড় ব্যবহার হতো। তবে এখন প্লাস্টিকের বোতামই জনপ্রিয়। বিশ শতক থেকে মানুষ প্লাস্টিকের বোতামের ব্যবহার করতে শুরু করে।

 

প্রথম যখন বোতাম আবিষ্কৃত হয়, তখন এটি ছিল খুবই মূল্যবান। শুধু ধনীদের পক্ষেই বোতাম লাগানো জামা পরা সম্ভব ছিল। এদিকে পুরুষেরা নিজেদের জামাকাপড় নিজে নিজেই পরত। পৃথিবীর শতকরা ৯০ ভাগ মানুষ ডানহাতি। আর ডানহাতিদের সুবিধার কথা ভেবে ছেলেদের বোতাম রাখা হতো জামার ডানে। তবে অভিজাত বা অবস্থাসম্পন্ন মেয়েরা নিজের হাতে জামা পরতেন না। পরিচারিকা বা কাজের মেয়েরা তাদের জামাকাপড় পরিয়ে দিত। পরিচারিকা যেহেতু মেয়েটির সামনে দাঁড়িয়ে জামার বোতাম লাগাত, তাই পরিচারিকার সুবিধার জন্য জামার বোতাম থাকত বাঁয়ে। আর অনেক কিছু পরিবর্তন হলেও প্রাচীন সেই রেওয়াজটি এখনো রয়েই গেছে।

Show More

Related Articles