Uncategorized

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা (সকল বিভাগ)

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা (সকল বিভাগ)

আজকের আলোচনায় আমরা সরকারি ডিগ্রি কলেজের তালিকা নিয়ে কথা বলব। এই নিবন্ধে আমরা বাংলাদেশের সমস্ত সরকারি ডিগ্রি কলেজের তালিকা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক এটা বলে রাখা ভালো যে আমরা ইতিমধ্যে ঢাকার সরকারি কলেজের তালিকা সম্পর্কে একটি নিবন্ধ দিয়েছি। সুতরাং, আপনি সেই নিবন্ধটি পড়তে পারেন।

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা ঢাকা

  1. ঢাকা কলেজ
  2. সরকারি তিতুমীর কলেজ
  3. সরকারি বাঙলা কলেজ
  4. কবি নজরুল সরকারি কলেজ
  5. মোহাম্মদপুর সরকারি কলেজ
  6. ইডেন মহিলা কলেজ
  7. সরকারি সা’দত কলেজ
  8. কুমুদিনী সরকারি মহিলা কলেজ
  9. গুরুদয়াল সরকারি কলেজ
  10. সরকারি তোলারাম কলেজ
  11. দেবেন্দ্র কলেজ
  12. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  13. সরকারি বঙ্গবন্ধু কলেজ
  14. রাজবাড়ী সরকারি কলেজ
  15. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  16. সরকারি বিজ্ঞান কলেজ
  17. মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ
  18. টংগী সরকারি কলেজ
  19. ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা (সকল বিভাগ)

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা চট্রগ্রাম

  1. কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
  2. চট্টগ্রাম কলেজ
  3. সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
  4. বান্দরবান সরকারি কলেজ
  5. হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ
  6. করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ
  7. ফিরোজ মিয়া সরকারি কলেজ
  8. নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ
  9. কবিরহাট সরকারি কলেজ
  10. লক্ষ্মীপুর সরকারি কলেজ
  11. কক্সবাজার সরকারি কলেজ
  12. চাঁদপুর সরকারি মহিলা কলেজ
  13. ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ
  14. রাঙ্গামাটি সরকারি কলেজ
  15. বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
  16. পটিয়া সরকারি কলেজ
  17. নোয়াখালী সরকারি কলেজ
  18. কুমিল্লা সরকারি কলেজ
  19. সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
  20. ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
  21. সাতকানিয়া সরকারি কলেজ
  22. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা (সকল বিভাগ)

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা রাজশাহী

  1. রাজশাহী কলেজ
  2. সিরাজগঞ্জ সরকারি কলেজ
  3. সরকারি আজিজুল হক কলেজ
  4. মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজ
  5. সরকারি শাহ্ সুলতান কলেজ
  6. এডওয়ার্ড কলেজ, পাবনা
  7. আদিনা ফজলুল হক সরকারি কলেজ
  8. নওগাঁ সরকারি কলেজ
  9. রাজশাহী সরকারি মহিলা কলেজ
  10. নবাবগঞ্জ সরকারি কলেজ
  11. পাবনা সরকারি কলেজ
  12. জয়পুরহাট সরকারি কলেজ
  13. ডাঃ জহুরুল কামাল সরকারি কলেজ

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা (সকল বিভাগ)

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা খুলনা

  1. সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ
  2. সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
  3. খুলনা সরকারি মহিলা কলেজ
  4. চুয়াডাঙ্গা সরকারি কলেজনড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ
  5. সরকারি ব্রজলাল কলেজ
  6. সরকারি কেসি কলেজ
  7. আজম খান সরকারি কমার্স কলেজ
  8. কুষ্টিয়া সরকারি কলেজ
  9. সাতক্ষীরা সরকারি কলেজ

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা বরিশাল

  1. বরিশাল সরকারি মহিলা কলেজ
  2. সরকারি ফজলুল হক কলেজসরকারি সোহরাওয়ার্দী কলেজ
  3. পটুয়াখালী সরকারি কলেজ
  4. সরকারি ব্রজমোহন কলেজ
  5. পটুয়াখালী সরকারি মহিলা কলেজ
  6. ঝালকাঠি সরকারি কলেজ
  7. সরকারি গৌরনদী কলেজ
  8. সরকারি বরিশাল কলেজ
  9. ভোলা সরকারি কলেজ

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা সিলেট

  1. বিয়ানীবাজার সরকারি কলেজ
  2. সিলেট সরকারি কলেজ
  3. মৌলভীবাজার সরকারি কলেজমুরারিচাঁদ কলেজ
  4. বৃন্দাবন সরকারি কলেজ
  5. সিলেট সরকারি মহিলা কলেজ
  6. মদনমোহন কলেজ
  7. সুনামগঞ্জ সরকারি কলেজ
  8. বিশ্বনাথ ডিগ্রী কলেজ
  9. শ্রীমঙ্গল সরকারি কলেজ

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা রংপুর

  1. দিনাজপুর সরকারি কলেজ
  2. কারমাইকেল কলেজ
  3. ঠাকুরগাঁও সরকারি কলেজ
  4. নীলফামারী সরকারি কলেজ
  5. গাইবান্ধা সরকারি কলেজ
  6. পলাশবাড়ী সরকারি কলেজ
  7. সরকারি বেগম রোকেয়া কলেজ
  8. ডোমার সরকারি কলেজ
  9. মকবুলার রহমান সরকারি কলেজ
  10. কুড়িগ্রাম সরকারি কলেজ

সরকারি ডিগ্রি কলেজ এর তালিকা ময়মনসিংহ

  1. ময়মনসিংহ সরকারি কলেজ
  2. আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
  3. সরকারি আশেক মাহমুদ কলেজ
  4. সরকারি জাহেদা সফির মহিলা কলেজ
  5. নেত্রকোণা সরকারি কলেজ
  6. গফরগাঁও সরকারি কলেজ
  7. মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ
  8. সরকারি নজরুল কলেজ
  9. শেরপুর সরকারি কলেজ
  10. নেত্রকোণা সরকারি মহিলা কলেজ
  11. মেলান্দহ সরকারি কলেজ

১. সরকারি বাঙলা কলেজ (ঢাকা)

সরকারি ডিগ্রি কলেজের তালিকা
সরকারি ডিগ্রি কলেজের তালিকা

সরকারি বাংলা কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত। এই কলেজটি 1 অক্টোবর, 1962 সালে প্রতিষ্ঠিত হয়। কলেজের ধরন সরকারি। আপনি এই কলেজে উচ্চ মাধ্যমিক পড়তে পারেন। কলেজটি 1985 সালে সরকারি হয়। বর্তমানে কলেজটি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স অফার করে। এটি 1997 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, কিন্তু 2017 সাল থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই কলেজের আগে নাম ছিল বাংলা কলেজ।

  • কলেজের নীতীবাক্য: হে প্রভু আমাকে জ্ঞান দাও
  • প্রতিষ্ঠাতা: আবুল কাসেম
  • অধ্যক্ষ: ডা. ফেরদৌসী খান
  • শিক্ষায়তনিক ব্যাক্তিবর্গ: ২১
  • প্রশাসনিক ব্যাক্তিবর্গ: ৪০০
  • বর্তমানে এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৩০০০০ এর অধিক।
  • কলেজের ওয়েবসাইট: sarkaribanglacollege.gov.bd

২. গুরুদয়াল কলেজ (ঢাকা)

গুরুদয়াল কলেজ
গুরুদয়াল কলেজ

গুরুদয়াল সরকারি কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এই কলেজটি 1943 সালে প্রতিষ্ঠিত হয়। এটি উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু হলেও ধীরে ধীরে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠদান শুরু হয়। এই কলেজে তিনটি শাখায় পড়ার সুযোগ রয়েছে। এই কলেজটি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এই বিশ্ববিদ্যালয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

  • এই কলেজের নীতিবাক্য: পড় তোমার প্রভুর নামে
  • কলেজের ধরন: সরকারি
  • স্থাপিত: ১৯৪৩ সাল
  • অধ্যক্ষ: মোহাম্মদ ইমান আলী

এই কলেজে ১৬ টি বিষয়ে অনার্স কোর্স কমপ্লিট করা যাবে। ৬ টি বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

এই কলেজে পড়লেও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে।বিশিষ্ট আব্দুল হামিদও এই কলেজ থেকে অধ্যায়ন করে গেছেন। এছাড়া আরো অনেক প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ এই ডিগ্রী কলেজ থেকে পড়াশোনা করেছেন।

ওয়েবসাইট: http://www.gdc.gov.bd

৩. সরকারি বরিশাল কলেজ (বরিশাল)

সরকারি বরিশাল কলেজ
সরকারি বরিশাল কলেজ

সরকারি বরিশাল কলেজ বাংলাদেশের বরিশাল বিভাগের কালীবাড়ি রোডে অবস্থিত। এই কলেজটি 2রা সেপ্টেম্বর 1963 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজে তিনটি শাখা পড়ানো হয়। এই কলেজের অধ্যক্ষঃ মোঃ নাসির উদ্দিন সিকদার। এখন থেকে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক, স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়তে পারবে। এই কলেজে বর্তমানে 9000 এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়াও, এই বিদ্যালয়ে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম চলছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য:

  • রোভার স্কাউট
  • ন্যাশনাল ক্যাডেট কোর
  • রেড ক্রিসেন্ট

কলেজের ওয়েবসাইট: http://www.gbc.gov.bd/

৪. রংপুর কারমাইকেল কলেজ

রংপুর কারমাইকেল কলেজ
রংপুর কারমাইকেল কলেজ

রংপুর কারমাইকেল কলেজ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত। ব্যারন কারমাইকেলের নামে এই কলেজের নামকরণ করা হয়েছে। এই কলেজটি 1916 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। লেখাপড়া ছাড়াও বিভিন্ন খেলাধুলার জন্য বিখ্যাত এই কলেজ। মূলত ক্রিকেট এবং ফুটবলের জন্য। এর ক্যাম্পাস 300 একর জমি জুড়ে বিস্তৃত। ছেলে মেয়ে উভয়ই এই কলেজে পড়তে পারবে।

এখানে ৩ টি ছাত্রী হল রয়েছে:

  • তাপসী রাবেয়া হল
  • বেগম রেকেয়া হল
  • জাহানারা ইমাম হল

ছাত্রদের জন্য রয়েছে তিনটি আাবাস:

  • জী এল ছাত্রাবাস
  • ওসমানী ছাত্রাবাস
  • সি এম ছাত্রাবাস

এছাড়া হিন্দুদের জন্য আলাদা একটি হলও আছেঃ কে বি ছাত্রাবাস। বিখ্যাত শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক জাহানারা ইমাম, রফিকুল হক, আনিসুল হক, আসাদুজ্জামান নূর এই কলেজ থেকই পড়াশোনা করেছিলেন।

কলেজের ওয়েবসাইট: http://www.ccr.gov.bd/

৫. নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ (রাজশাহী)

নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ
নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ

নতুন সরকারি রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী বিভাগের কাজিহাটায় অবস্থিত। এটি লক্ষ্মীপুরের। এই ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। এই কলেজটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে মোট 69 জন শিক্ষক পড়ান। এছাড়া কর্মচারী রয়েছেন ৯ জন এবং অনিয়মিত ২৩ জন। বর্তমানে এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারের বেশি।

  • এই কলেজের নীতিবাক্য: দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়াই আমাদের অঙ্গীকার।
    এখানে পাঠদান করার ভাষা বাংলা।
  • এখানে ১৭ টি বিষয়ে স্নাতক, ১৫ টি বিষয়ে অনার্স ও ৭টি আলাদা বিষয়ের উপর পড়াশোনার সুযোগ রয়েছে।
    ৭৬ টি সৃষ্ট পদে এখানে ৬৯ জন শিক্ষক কর্মরত।
  • এখানে ছেলে ও মেয়ে উভয়েই পড়তে পারবে।
  • প্রতেকের জন্য ২ টি করে মোট ৪ টি হোস্টেল রয়েছে।

কলেজের ওয়েবসাইট: https://ngdc-raj.ac.bd/

১৬ টি হাউজের অন্তর্গত এই কলেজ। ২ জন করে মোট ৩২ জন গাইড এর দেখাশেনা করেন। এই কলেজ থেকেও অনেক প্রশাসনিক ব্যক্তিবর্গ পড়াশোনা করেছেন। 

Show More

Related Articles